4:35 pm , August 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আজ ১৩ আগস্ট রবিবার বিকাল ৪ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল র্টুনামেন্ট-২০২২’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হাসান মোঃ শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাড.তালুকদার মোঃ ইউনুস। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক বরগুনা মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান খসরু, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দসহ জেলা ও বিভাগীয় খেলোয়াড়বৃন্দ। শুরুতে শোকাবহ আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে বরগুনা আইডিয়াল কলেজ বনাম মুলাদী সরকারি কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অতিথিরা ফাইনাল খেলা উপভোগ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরিশেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৩-২ গোলে মুলাদী সরকারি কলেজ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় বরগুনা আইডিয়াল কলেজ।