4:34 pm , August 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য এবং তার দুই সহযোগী মাও ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে এ অভিযান করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির। আটকরা হলো- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সোহেল সরদার (৩২)। ওই ইউপির পশ্চিম ডুমুরিয়া গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে। সহযোগিরা হলো ঢাকার বংশাল সোয়ারিঘাট এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের স্ত্রী সেলিনা আক্তার (৩৭) ও তার ছেলে ফোরকান হাওলাদার (২৪)। গোয়েন্দা পুলিশের এসআই কাজী ওবায়দুল কবির জানান, ঢাকা থেকে মা ও ছেলে ১০ হাজার পিস ইয়াবা ইউপি সদস্য সোহেলকে দিতে আসে। গোপনে এ সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাট এলাকায় অবস্থান নেন তারা। দুপুর দুইটার দিকে মা ও ছেলে বাস থেকে নেমে ইউপি সদস্য সোহেলের কাছে ইয়াবা সরবরাহকালে তিনজনকে আটক করা হয়েছে। এসআই ওবায়দুল কবির আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করা হয়েছে।