4:33 pm , August 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গৌরনদীর পালরদী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন। গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার পালরদী নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয় যুবক মে সালাহউদ্দিন প্যাদা (৩৫)। সে দিয়াশুর এলাকার জব্বার প্যাদার ছেলে। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানী রুবেল জানান, রাত সাড়ে ১১টার দিকে একজন লোক নদীতে ঝাপ দিয়ে সাতরে যাচ্ছে দেখে টর্চ লাইটের আলো জ¦ালানো হয়। তখন দুই জন লোক বলে লাইট অফ করো। আমরা থানা থেকে এসেছি। তারপর ভয়ে লাইট অফ করে ফেলেছি। তারা পুলিশ ছিলো কিনা জানি না।
গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইখতিয়ার হোসেন বলেন, শুক্রবার দিনগত গভীর রাতে কারা যেন তাকে ধাওয়া দিয়েছে। তখন সালাহউদ্দিন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, রাত সাড়ে ১২টার দিকে দৌড়ে খালে ঝাপ দিলে আর পাড়ে উঠতে পারে নি। এর পর নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তার নেতৃত্বে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারফাইটারদের একটি টিম নিয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে যান। রাতে প্রাথমিক অনুসন্ধান করে পাননি তারা। পরে বরিশাল নদী স্টেশন থেকে ডুবরী ইউনিট এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু তারাও খুজে পায়নি। রোববার বেলা ১১ টার দিকে আড়িয়াল খা নদীর মিয়ার চর এলাকায় লাশ ভেসে উঠে। সেখান থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের ধাওয়ায় নিখোঁজ হয়নি দাবি করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, শুক্রবার রাতে নিখোঁজ হয়েছে। যদি পুলিশের ধাওয়ায় নিখোঁজ হতো তাহলে কেউ না কেউ আপনাদের কাছে বলতো। কারা ধাওয়া করছে, কিভাবে নদীতে পড়ছে আমরা জানি না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।