জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বেতারের দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বেতারের দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার - ajkerparibartan.com
জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বেতারের দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার

4:31 pm , August 13, 2023

খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশাল বেতার আয়োজন করেছে দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচার করবে। অনুষ্ঠান শুরু হবে সকাল ৬ টা ৫০ মিনিটে। এ সময় প্রচার করা হবে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’। সকাল সাড়ে ৭টায় প্রচার করা হবে বঙ্গবন্ধুকে নিবেদিত গানের অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ’ । সকাল ৮ টা ১৫ মিনিটে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘ইতিহাসের কালো অধ্যায় ১৫ আগস্ট’। সকাল সাড়ে আটটায় শিশু-কিশোরদের অংশগ্রহণে গীতিনক্শা ‘মুজিব রবে হৃদয়ের গভীরে’। সকাল ৯ টা ৫ মিনিটে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান ‘আমরা মুজিব সেনা’। সকাল ৯ টা ৩৫ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। বিকেল ৪ টা ৫ মিনিটে গীতিনক্শা ‘কে বলে তুমি নেই’। বিকেল ৪ টা ৩৫ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু একটি অমিয় নাম’। বিকেল ৫ টা ১৫ মিনিটে আলোচনা অনুষ্ঠান ‘শোকাবহ ১৫ আগস্ট ও আজকের বাংলাদেশ’। রাত ১০ টায় বঙ্গবন্ধুকে নিবেদিত জারী গান। রাত ১০ টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুকে নিবেদিত গান ‘মুক্তিপাগল এক মহান নেতা’। রাত ১০ টা ২৫ মিনিটে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী বঙ্গবন্ধুসহ সকল শহিদের স্মরণে ‘দোয়া মাহফিল’। রাত ১০ টা ৪০ মিনিটে বরিশালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের উপর ভিত্তি করে প্রামাণ্য অনুষ্ঠান ‘বিশেষ বেতার বিবরণী’। এছাড়া জাতীয় অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রীলে করে শোনানো হবে। অনুষ্ঠান শোনা যাবে মিডিয়াম ওয়েভ ১২৮৭ কিলোহার্জ, এফ এম ১০৫.২ মেগাহার্জ, ওযেবসাইট : www.betar.gov.bd   এবংBangladesh Betar App এর মাধ্যমে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT