ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ - ajkerparibartan.com
ভোলায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ

4:30 pm , August 13, 2023

মো. আফজাল হোসেন, ভোলা ॥ অবশেষে ভোলার মেঘনা-তেতুলিয়া ও সাগরের জেলেরা দেখা পাচ্ছে কাংখিত ইলিশের। তবে তা আশানুরুপ না বলেই হতাশা থেকেই যাচ্ছে। যা পাওয়া যাচ্ছে তা আবার আকারের খুবই ছোট। যদিও মৎস্য অধিদপ্তর বলছে এ মাসের মাঝামাঝি আরো বেশি ইলিশের দেখা পাবে জেলেরা। তাদের হতাশা কমে যাবে বলে আশা করছেন মৎস্য বিভাগ। দীর্ঘ দিন ধরেই দেখা নেই ইলিশের। নদীর পানি, জাল ও ইলিশের সাথে সম্পর্ক জেলেদের, সেই জেলেদের জালে দেখা মিলছিলো না রুপালী ইলিশের। দেরিতে হলেও কিছুটা ইলিশ ধরা পড়তে শুরু করেছে জেলেদের জালে। তবে তুলনামুলক ভাবে অনেক কম। সরেজমিনে চরফ্যাশনের সামরাজ, মাইনুদ্দিনের মাছঘাটসহ বেশ কয়েকটি মাছঘাটে ঘুরে জেলেদের সাথে আলাপে জানা যায়, দীর্ঘ দিন ধরে রুপালী ইলিশের সাথে দেখা পাচ্ছিলো না জেলেরা। এর ফলে চরম হতাশার মধ্যে পড়ে যায়। ধার-দেনা করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো। সেই জেলে জালে এখন ধরা পড়তে শুরু করেছে ইলিশ। তবে সাইজের দিক থেকে খুবই ছোট। মাইনুদ্দিনের ঘাটে জাল বুনছিলো মো. কাদের। ইলিশ ধরা পড়তে শুরু করাতেই সাগরে যাবার প্রস্তুতি নিচ্ছেন। আবার অনেকেই সাগর থেকে ফিরছেন, তবে কথা হচ্ছে সাগরে আশানুরুপ ইলিশ ধরা পড়ছে না। ব্যয়ের সাথে আয়ের মিল খুজে পাচ্ছে না। এ বিষয় আলাপকালে মো: আলাউদ্দিন বলেন, আমার ট্রলারে প্রায় ২ লাখ টাকার বাজার দিয়ে সাগরে পাঠিয়েছি। তবে মাছ নিয়ে এসেছে মাত্র ৭০/৮০ হাজার টাকার। আবার কখনো সোয়া লাখ কিংবা দেড় লাখ টাকার। এভাবে চলতে থাকলে লোকসান কাঠিয়ে উঠতে কস্ট হবে। তবে মাছ আশানুরুপ নয়। আশা করছি আগামী ৪/৫দিনের মধ্যে বেশি মাছ পাব। নদীর পানি বৃদ্ধি আর বৃস্টি হচ্ছে, যে কারনে ইলিশের দেখা পাওয়া যাবে বলে আশা করছি। এছাড়া সাহাবুদ্দিন মাঝি বলেন, সাগরে যাচ্ছি, কিছু ইলিশ ধরা পড়ছে। যা পাচ্ছি তাতে সমান সমান হচ্ছে। আশা করছি সামনে আরো ইলিশ পাব। এ দিকে চরফ্যাশনের সামরাজ ঘাটের আড়ৎ মালিক ও সমাবায় সমিতির সাধারন সম্পাদক মো: আলাউদ্দিন পাটোয়ারী বলেন,আগের চেয়েএখন কিছুটা ইলিশ ধরা পরছে জালে। তবে খুব বেশি না। আগে মোটেও ছিলো না। খালী ট্রলার সাগড় থেকে ঘাটে ফিরতো আর এখন ইলিশ নিয়ে ফিরছে। কিছুটা ইলিশ ধরাতো পড়ছে। আশা করা যাচ্ছে এই মাসের মাঝামাঝি দিকে আশানুরুপ ইলিশের দেখা আমরা পাব। তাতে পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো। অপরদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, মেঘনা ও সাগরে ইলিশের দেখা পাচ্ছে জেলেরা। তবে পুরোপুরি ইলিশের দেখা পেতে এখনো কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। বৃস্টি হচ্ছে আর নদী ও সাগরে পানি বৃদ্ধি পেয়েছে। ইলিশ এখন আস্তে আস্তে উপরে উঠে আসবে। মেঘনা নদী এবং সাগরে যা পাওয়া যাচ্ছে তা আকারে ছোট। আমি দেখেছি ইলিশের পেটে ডিম নেই। মুলত ইলিশ ডিম ছাড়ার জন্যই পানির উপরে উঠে আসে। আর তখনই জেলেদের জালে ধরা পরে ইলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT