4:29 pm , August 13, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরী ষ্টীমারঘাট এলাকার জেলা পরিষদের মার্কেট থেকে ৯ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জুয়ারীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া আইনে মামলা করেছে। মামলার বাদী ডিবি পুলিশের এসআই মোহাম্মদ রেদোয়ান হোসেন রিয়াদ। আটক জুয়ারীরা হলো নগরীর রুইয়ার পোল এলাকার রুহুলের ভাড়াটিয়া জাকির হোসেন (৪০), আমতলা মোড় তোরাফ আলী খান সড়কের মিঠুর ভাড়াটিয়া লিটন মোল্লা (৪৫), কাউনিয়া থানার সামনের ডা. লিটনের ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৬), দক্ষিন আলেকান্দার কামাল হোসেন (৪৩), ভাটার খাল ঈদগা মাঠের ফারুক আলী (৪৩), ঝালকাঠির উত্তর মানপাশার জলিল হাওলাদার (৬০), কালেক্টরেট কোয়ার্টারের হানিফ হাওলাদার (৫০), চরকাউয়া নয়ানী এলাকার ফজলুল হক (৪৫) ও বাংলাবাজার মোস্তফা মিয়ার ভাড়াটিয়া জামাল বেপারী (৪৯)। তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয়েছে।