ভেসে উঠেছে বরিশালের ছাত্রনেতা অন্তরের লাশ ভেসে উঠেছে বরিশালের ছাত্রনেতা অন্তরের লাশ - ajkerparibartan.com
ভেসে উঠেছে বরিশালের ছাত্রনেতা অন্তরের লাশ

4:27 pm , August 13, 2023

বিশেষ প্রতিবেদক ॥ কিশোরগঞ্জের হাওর এলাকার মিঠামইনে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ বরিশালের ছাত্র নেতা অন্তর চক্রবর্তীর লাশ পাওয়া গেছে। তাঁর ডুবে যাওয়া স্থানের কাছাকাছি মৃতদেহ  ভেসে উঠেছে বলে জানিয়েছে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের তথ্য গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাবেক সভাপতি অন্তর চক্রবর্তী কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে গত শুক্রবার নিখোঁজ হন। নিখোঁজের ৪২ ঘন্টা পর অন্তর চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১৩ আগস্ট) সকাল সোয়া নয়টার দিকে মিঠামইন হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রনেতা অন্তর চক্রবর্তী (৩২) শুক্রবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন মিলে ১০ জন কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে করে মিঠামইন হাওরের উদ্দেশ্যে ঘুরতে যান। এদের মধ্যে ৫ জন মহিলা, তিনজন পুরুষ ও দুইজন শিশু ছিলো। দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে তার স্বজনরা জানিয়েছেন। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে এবং ৪২ ঘন্টা পর তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে বলে জানান  কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী।
বরিশালে তাঁর নিখোঁজ সংবাদে আগেই শোকের ছায়া নেমেছিলো এবার তা আরো গভীর হয়েছে। ফেসবুকজুড়ে চলছে শোক ও সমবেদনা।
তাঁর ঘনিষ্ঠ সহচর শাহেদ লিখেছেন ‘ কি লিখব, আপনার সাথে বহু আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে কন্ঠ মিলিয়েছি। আপনার বিনয়ী হাসিমাখা মুখটি চোখে ভাসছে। এই তো সেদিন ফোন করে হাসি দিয়ে  বললেন কেমন আছিস সহযোদ্ধা?  অন্তরার খবর কি ও কি ঠিকমত পড়াশুনা করছে তো উত্তরণে নিয়মিত যাচ্ছে, সামনে কি অনুষ্ঠান আছে,তুই উত্তরণে আছিস বলে আমি চিন্তা করিনা  ওকে নিজের বোনের মত করে শাসন করবি। সেই মানুষ টা আজ নেই এটা ভাবতেই পারছিনা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ অন্তর চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোকাহত। তিনি বলেন, আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই ছিলো অন্তর। সে সাঁতার জানতো না। তাঁর ডুবে যাওয়ার সংবাদ পাওয়া মাত্রই আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। অন্তর ঝালকাঠি সদর উপজেলার কাটপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। সৎ ও মেধাবী একজন রাজনৈতিক এবং সাংস্কৃতিক নেতা ছিলেন বলে জানান গোলাপ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT