4:23 pm , August 12, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ আনন্দগণ ও উৎসবমুখর পরিবেশে কোর-দি জুট ওয়ার্কস এর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। ভালোবাসা, প্রকৃতি ও ন্যায্য বাণিজ্যের সাথে ৫০ বছরের পথচলা অনুষ্ঠানে বৃহত্তর বরিশালে ২৫০জন উৎপাদনকারী কর্মকর্তা কর্মী উপস্থিত ছিলেন। গতকাল সকালে নগরীর সাগরদীতে কারিতাস বরিশাল আঞ্চলিক অফিস মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাথলিক ধর্মপ্রদেশ বরিশালের মিশক ইম্মানুয়েল কানন রোজারিও। বিশেষ অতিথি ছিলেন কোর-দি জুট ওয়ার্কস ও কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রেভাঃ ফাঃ লাজারুশ কানু গমেজ, কারিতাস বরিশালের আঞ্চলিক অফিসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। সভায় সভাপতিত্ব করেন কোর দি জুট ওয়ার্কস এর পরিচালক শিশির এঞ্জেলা রোজারিও। সভায় বক্তরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নির্যাতিতা, স্বামী হারা, সন্তান হারা অসহায়, দরিদ্র এবং পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টিতে ও তাদের ভাগ্য উন্নয়নে ১৯৭৩ সালে পাটজাতবস্ত্র শিল্প তৈরী ও রপ্তানী কার্যক্রম শুরু করেন। কোর দি জুট ওয়ার্কস ৫০ বছওে অগনিত নারীদের ও তাদের পরিবারের জীবন মানের উন্নয়ন করতে সক্ষম হয়েছে। কোর দি জুট ওয়ার্কস এর আওতাধীন সেন্টারগুলোতে সেন্টার ভিত্তিক জুবিলী অনুষ্ঠানের মাধ্যমে জুবিলী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তারই ধারাবাহিকতায় বরিশাল অঞ্চলে উৎপাদন কারীদের নিয়ে আজ সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উৎপাদনকারীরা তাদের সফলতার গল্প ও অনুভুতি প্রকাশ করেন। অনুষ্ঠানের মধ্যে ছিল বন্যাঢ্য র্যালী, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও শান্তির পায়রা উন্মুক্ত করণ, সুবর্ণ জয়ন্তীর প্রদীপ প্রজ্জলন, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।