বরিশাল যেন এখন শোকের নগরী বরিশাল যেন এখন শোকের নগরী - ajkerparibartan.com
বরিশাল যেন এখন শোকের নগরী

4:23 pm , August 12, 2023

শামীম আহমেদ ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর নাজিরের পুল এলাকায় জাতীর জনকের বাড়ি সহ শোক তোড়ন, ব্যানার ফেস্টুন, শোক পতাকা সহ ১৫ই আগস্টের কালোরাতে নির্মমভাবে একদল ঘাতক সেনা সদস্যদের হাতে নিহত হওয়া শহীদদের  সম্বলিত  ছবি সাটানো সহ বিভিন্ন বানি নগরবাসীর মাঝে তুলে ধরেন বিসিসি প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। প্রতি বছরের ন্যায় এবারও নগরীর ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক ২ বারের সফল সাধারন সম্পাদক  রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে কালো ও লাল রক্ত রং এ  নানান শৈল্পিক কারুকাজে বঙ্গবন্ধুর ৩২ নম্বর সড়কের বাড়িটি সহ ১৫ই আগস্টের কালোরাতে নির্মমভাবে হত্যার পরে নিজ বাড়িতে পড়ে থাকা বঙ্গবন্ধুর লাশের প্রতিকৃতী অবয়ব ফুটিয়ে তোলা হয়। জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরিশাল নগরী সহ বরিশাল জেলার বিভিন্নস্থানে শোভা পাচ্ছে হাজার হাজার পোস্টার,ব্যানার,ফেস্টুন,বিলবোর্ড সহ বিশালাকৃতির শোকের তোড়ন। এরমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রবেশ ফটকে লাল কালো রঙের ব্যবহারে টানানো হয়েছে শহীদদের চিত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালাকৃতির ছবির পাশে রয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছবি। এরপর একে একে সকল শহীদদের মুখায়ব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন এবং প্রতিটি সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে পোষ্টার,ব্যানার,ফেষ্টুন,বিলবোর্ড ও শোক তোড়ন নির্মান করা করেছে। বরিশাল জেলা পরিষদের প্রবেশ পথে নির্মান করা হয়েছে শোকের তোড়ন। প্রতিটি তোড়নে রয়েছে সকল শহীদদের মুখায়ব। অন্যদিকে জেলার গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকতগুহ পিকলুর উদ্যোগে ইউনিয়ন পরিষদ ভবন সহ উক্ত এলাকায় তোড়ন,শোক ব্যানার, ফেস্টুন ও শোক পতাকা দিয়ে মুড়ে রেখেছে। এছাড়া শোকের মাস আগস্টের শুরুতেই বরিশাল-ঢাকা মহাসড়কের জেলার প্রতিটি এলাকায় দলীয় নেতা কর্মীদের উদ্যোগে নির্মান করা হয়েছে বিশালাকৃতির তোড়ন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT