4:22 pm , August 12, 2023
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ আলহাজ্ব এনামুল হক আবুল এক প্রবীণ আওয়ামীলীগ নেতা। এক সময়ে রাজধানীর ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সেখান থেকেই এবার বিপুল ভোটে নির্বাচিত ওয়ার্ড কমিশনার। বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনয়িনের ধুমচর বায়লাখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহমান এর সন্তান তিনি। পিতার চাকরির সুবাধে জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির আদর্শে বেড়ে উঠেন। ১৯৬৯ সাল থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী । রাজধানীর পল্টন থানা এলাকায় বসবাস করায় সেখানেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ১৯৯৪ সালে পল্টন থানার (বর্তমানে ১৩ নং ওয়ার্ড) ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেছেন তিনি । পরে ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত একই ওয়ার্ডের সভাপতি মনোনীত হয়ে সুনামের সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব এনামুল হক আবুল। ২০২০ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এলাকার পল্টন থানাধীন ১৩ নং ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হন। এ সময়ের মধ্যে ১৩ নং ওয়ার্ডের ব্যাপক উন্নতি সাধন করেন। আলহাজ্ব এনামুল হক আবুল ব্যক্তি জীবনে স্ত্রী-দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। বড় ছেলে আফিফ এনাম আবির কানাডাতে পড়াশুনা করে কর্মজীবনে রয়েছেন। ছোট ছেলে ফারাজ এনাম আরিফ অষ্ট্রেলিয়াতে তথ্য প্রযুক্তির উপর পড়াশুনা করছেন। আলহাজ্ব মোঃ এনামুল হক আবুলের একমাত্র মেয়ে ঢাকায় অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) তে পড়াশুনা করছেন।