4:22 pm , August 12, 2023
খবর বিজ্ঞপ্তির ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে দুইদিন ব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও সংগীত প্রতিযোগিতা হয়েছে। সমিতির ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনের এমএ গফুর অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, তোফায়েল আহমেদ ও আব্দুল মালেক। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার ও অধ্যক্ষ আকম মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সুনীল বরণ হালদার। আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো. আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি সঞ্চয় কুমার খান, যুগ্ম সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ, দপ্তর সম্পাদক অবিনাশ চন্দ্র রায় বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা ও সদর উপজেলার সভাপতি মো. জাকির হোসেন। অতিথি বৃন্দ ও বক্তারা বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্ট সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীদের কে অসম্প্রদায়িক সমাজ ও দেশ গড়াসহ দেশপ্রেমে উদ্ভুদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কারবিতরন করা হয়।