নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

4:17 pm , August 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর পোর্ট রোডের এক ডিমের আড়ত সহ চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়। শনিবার পরিচালিত অভিযানে জরিমানা আদায়ের নির্দেশ দেন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। তিনি জানান, নগরীর পোর্ট রোডের দুইটি ডিমের আড়তে অভিযান করা হয়। এ সময় একটি আড়ত ডিম ক্রয় ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছে। এ কারনে ওই আড়ত থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে তিনটি প্রতিষ্ঠান থেকে আরো ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে পুলিশের একটি দল সহায়তা করেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT