মুলাদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশ কর্মকর্তার অভিযান মুলাদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশ কর্মকর্তার অভিযান - ajkerparibartan.com
মুলাদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশ কর্মকর্তার অভিযান

4:17 pm , August 12, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছেন নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলম। তিনি গতকাল শনিবার উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের বেপারীর হাট এলাকায় অভিযান চালান। এসময় পুলিশ কর্মকর্তা যেকোনো মূল্যে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করার ঘোষণা দেন। জয়ন্তী নদীতে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের স্মারকলিপির প্রেক্ষিতে নৌ পুলিশ কর্মকর্তা গতকাল ওই এলাকা পরিদর্শন এবং নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন, নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মিত্র, সফিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মুন্সি, সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার, ইউপি সদস্য আব্দুল হান্নান চৌকিদার, মাস্টার আব্দুল মান্নান চৌকিদার প্রমুখ। জানা গেছে, মুলাদী উপজেলায় কোনো বালু মহাল না থাকলেও ক্ষমতাসীন দলের ছত্রছায়ায়প্রভাবশালীরা জয়ন্তী নদীর চরমালিয়া, বেপারীর হাট, নোমরহাট, চরবাটামারাসহ বিভিন্ন এলাকায় ২০/২৫টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে চরমালিয়া, উত্তর কায়েতমারা, দক্ষিণ বালিয়াতলীসহ অনেক এলাকায় ভাঙন দেখা দেয়। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বালু উত্তোলন বন্ধের জন্য গত ২৬ জুলাই মানববন্ধন করেন এবং ৩০ জুলাই বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
সহকারী পুলিশ সুপার মো. আলম বলেন, মুলাদী উপজেলায় কোনো বালু মহাল নেই। জয়ন্তী এবং আড়িয়ালখাঁ নদী থেকে বালু উত্তোলন করা অবৈধ। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT