বরিশালে গত ২৪ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু বরিশালে গত ২৪ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু - ajkerparibartan.com
বরিশালে গত ২৪ দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু

4:15 pm , August 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। এছাড়াও রয়েছেন তিনজন বৃদ্ধা ও দুই জন তরুন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক জানিয়ে বলেন, দেশে অন্যান্য রোগে আক্রান্ত রোগী রয়েছে। কিন্তু ডেঙ্গুতে ২৪ দিনে ১৩ জনের মৃত্যু শুধু অস্বাভাবিকই নয়, একই সাথে ভয়ংকরও। তিনি বলেন, সবকিছুই দ্রুত সময়ের মধ্যে ঘটে যাচ্ছে যে সঠিক কোন কারন খুজে বের করার সুযোগ হয় না। তবুও তিনটি কারন আমরা পেয়েছি। এর মধ্যে প্রধান কারন হচ্ছে দেরি করে হাসপাতালে নিয়ে আসা। পরিচালক বলেন, দেরি করে নিয়ে আসায় মারা যাচ্ছে বলে প্রধান কারন হিসেবে চিহিৃত করা হয়েছে। দ্বিতীয় কারন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ও তৃতীয় কারন হচ্ছে অন্য কোন রোগে আক্রান্ত থাকা। ডেঙ্গুকে চ্যালেঞ্জ নিয়ে সকলকে প্রতিরোধে এগিয়ে আসাসহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন পরিচালক। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের তথ্যানুযায়ী গত ১৭ জুলাই থেকে ১২ অগাষ্ট পর্যন্ত বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা হাসপাতালগুলোতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ৮ জন, দুই জন তরুন ও তিনজন বৃদ্ধ। নারীরা হলেন-হনুফা বেগম (৮০), অজুফা বেগম (৫৫), বকুল রানী (৭০), ফাতেমা বেগম (৭০), রাশিদা বেগম ৫০), সাহিদা বেগম (৫৫), জোসনা বেগম (৩৫) ও সর্বশেষ শুক্রবার বরগুনা জেলা হাসপাতাল মারা গেছেন হাজের বেগম (৫০)। বৃদ্ধরা হলেন, জালাল বেপারী (৭০), হরিপদ (৮৫) ও আব্দুর রহিম (৮০)। তরুনরা হলো- ইমরান (২৪) ও সুমন (২২)। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, গত ১ জানুয়ারী থেকে শনিবার বেলা ১২ পর্যন্ত বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ জেলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ হাজার ২৩ জন ভর্তি হয়। এর মধ্যে ৭ হাজার ৯১২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন মোট ১৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT