বরিশালে চলতি মৌসুমে ৪ হাজার চারা রোপনের উদ্যোগ বরিশালে চলতি মৌসুমে ৪ হাজার চারা রোপনের উদ্যোগ - ajkerparibartan.com
বরিশালে চলতি মৌসুমে ৪ হাজার চারা রোপনের উদ্যোগ

4:05 pm , August 12, 2023

পরিবর্তন ডেস্ক ॥ চলতি সৌমুমে সারা দেশে ১০ লাখ গাছের চাপা রোপন করবে পানি উন্নয়ন বোর্ড।এর অংশ হিসেবে গতকাল শনিবার বরিশাল বিআইপি কলোনী চত্ত্বরে গাছের চাপা রোপন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাসির উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, চলতি মৌসুমে সারা দেশে ১০ লাখ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।গত ৩০ জুলাই সারা দেশে একযোগে এই কর্মসূচি শুরু হয়।এর আওতায় বরিশাল জেলায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধ এবং কলোনীতে ৪ হাজার গাছের চারা রোপন করা হচ্ছে।এর অংশ হিসেবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বরিশালে গাছের চারা রোপন করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT