ঝালকাঠিতে নাস্তিক নুরের কুশপুত্তলিকা দাহ ঝালকাঠিতে নাস্তিক নুরের কুশপুত্তলিকা দাহ - ajkerparibartan.com
ঝালকাঠিতে নাস্তিক নুরের কুশপুত্তলিকা দাহ

4:08 pm , August 11, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠির নবগ্রামে হযরত মুহাম্মদ সা: অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বাউকাঠি যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি স্কুলের সামনে থেকে কয়েকশত মুসল্লি মোটরসাইকেল ও অটোরিকশাযোগে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন, প্লাকার্ড নিয়ে মিছিল শুরু করে নবগ্রাম বাজার হয়ে আবার বাউকাঠি বাজারে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাউকাঠি দক্ষিণ বাজার পেশ ইমাম ও খতিব মসজিদের মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান, উত্তর বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ আবুল হাসান, পেশ ইমাম বাউকাঠি হাই স্কুল জামে মসজিদ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন  ও মাওলানা মোহাম্মদ মারেফত ইসলাম মধ্য বাউকাঠী দারুস সালাম জামে মসজিদ। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননাকারী নাস্তিক আসাদ নুরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি  ফাঁসি দাবি করেন। এসময় বিক্ষুব্ধ তৌহিদী জনতা আসাদ নুর এর কুশপুত্তলিকা দাহ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT