দ্বাদশ সংসদ নির্বাচন মুলাদী-বাবুগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান মুফতি রফিকুল ইসলাম দ্বাদশ সংসদ নির্বাচন মুলাদী-বাবুগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান মুফতি রফিকুল ইসলাম - ajkerparibartan.com
দ্বাদশ সংসদ নির্বাচন মুলাদী-বাবুগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান মুফতি রফিকুল ইসলাম

4:08 pm , August 11, 2023

মুলাদী প্রতিবেদক ॥ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চান মুফতি মাওলানা মো. রফিকুল ইসলাম। তিনি ইতিমধ্যে সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে গণসংযোগ, সাংবাদিক সম্মেলন, পথসভা করছেন। মুফতি মাওলানা রফিকুল ইসলাম মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত আব্দুল মজিদ ঢালীর ছোট ছেলে। তিনি মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবী)। এছাড়া মুফতি রফিকুল ইসলাম মুলাদী উপজেলা কুরআন শিক্ষাবোর্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক, ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করছেন।
জানা গেছে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মুফতি রফিকুল ইসলাম মুলাদী-বাবুগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান। গত ১৫ জুলাই মুলাদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। মুলাদী-বাবুগঞ্জ এলাকা কাঙ্খিত উন্নয়ন বঞ্চিত উল্লেখ করে তিনি দুই উপজেলার মানুষের পাশে থেকে সেবা করার লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হবেন বলে জানান।
মুফতি মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, মুলাদী-বাবুগঞ্জবাসীর অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা করেছি। জনগণ আমার সঙ্গে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আমার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করি। তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূল লক্ষ্য অর্জন এবং মুলাদী-বাবুগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের জন্য সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। উপজেলার ইমাম, মুয়াজ্জিন, আলেম সমাজসহ সাধারণ মানুষ আমার সঙ্গে রয়েছে। তাদের অনুরোধেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। নির্বাচিত হলে মুলাদী ও বাবুগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT