4:04 pm , August 11, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ গত এক সপ্তাহের অঝোর ধারায় বৃষ্টির পর শুক্রবার দেখা মিলেছে রোদের। মৌসুমী বায়ু দুবল হওয়ায় বৃষ্টি একটু কমেছে। তবে দুই একদিনের মধ্যে আবারো বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল। তিনি জানান, বর্তমানে মৌসুমী বায় দুর্বল হয়ে পড়েছে। তাই বৃষ্টি একটু কমেছে। কিন্তু আজ থেকে আবারো মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বৃষ্টিপাত বাড়বে। রুবেল আরো জানান, গত ২৪ ঘন্টায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ১.০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার বৃষ্টি কম হলেও এখনো নগরীর কয়েকটি সড়কে পানি রয়েছে। টানা বৃষ্টিতে জনগুরুত্বপূর্ণসহ প্রায় সকল সড়ক হাটুপানির নিচে চলে যায়। যার কারণে চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। এখনো সেই দুর্ভোগের ছাপ রয়ে গেছে নগরীর সকড়গুলো। কোথায় পিচ উঠে গেছে। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন এই নগরীর বাসিন্দারা।