ইসলামের বিধানগুলো সব ক্ষেত্রেই কল্যাণের ইসলামের বিধানগুলো সব ক্ষেত্রেই কল্যাণের - ajkerparibartan.com
ইসলামের বিধানগুলো সব ক্ষেত্রেই কল্যাণের

4:01 pm , August 11, 2023

বিশেষ প্রতিবেদক ॥ ওজুর ফজিলত ও পবিত্রতা নিয়ে আলোচনার শুরুতেই বরিশালের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর খতিব মাওলানা মনিরুল ইসলাম বলেছেন, ইসলামের বিধানগুলো সব ক্ষেত্রেই কল্যানের। এটি যে শুধু মৃত্যুর পরবর্তী জীবনের কল্যাণ তা নয়, বরং দুনিয়ার জীবনে প্রতিটি মুহূর্তে কল্যান বয়ে আনে। ক্রমশ বিজ্ঞানও তা স্বীকার করতে শুরু করছে।
এসময় খতিব মনিরুল ইসলাম বিশ্ব হাতধোয়া দিবস, করোনা মহামারী পরিস্থিতিতে সতর্কতা এবং বর্তমান সময়ের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইসলামে ওজু করা বাধ্যতামূলক। এই ওজু আমাদের পবিত্র হতে সাহায্য করে। আমাদের নামাজ সহিসুদ্ধ হওয়াও ওজুর উপর নির্ভরশীল। নবী করিম (সাঃ) পবিত্রতাকে ঈমানের অর্ধেক উল্লেখ করে আমাদের ওজু করা শিক্ষা দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফে এর হাদিস তুলে ধরে ঈমাম আরো বলেন,  দিনে পাঁচবার আমাদের পবিত্র হতে হয়। বিশেষজ্ঞ ডাক্তার ও গবেষকরা স্বীকার করেছেন, এ কারণে মুসলিমদের মধ্যে করোনার ঝুঁকি ও মৃত্যু কম ছিলো।
মডেল মসজিদের ঈমাম এরপর পবিত্র কোরআন থেকে সূরা বাকারা আয়াত ২২২ ও সূরা মায়েদা আয়াত ৬, ওয়াক্কিয়াহ আয়াত ৭৯ থেকে ওজু ও পবিত্রতা নিয়ে আল্লাহর নির্দেশ তুলে ধরে বলেন, যা বিজ্ঞান আজ আবিষ্কার করছে, ইসলাম তা ১৪৫০ বছর আগে থেকে পালন করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT