শোক দিবসে একই দিনে কৃষকলীগের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা শোক দিবসে একই দিনে কৃষকলীগের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা - ajkerparibartan.com
শোক দিবসে একই দিনে কৃষকলীগের পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা

4:34 pm , August 10, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে একই দিনে একই সময়ে উপজেলা ও পৌর কৃষকলীগের জাতীয় শোক দিবসের পৃথক দুই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ১৩ আগস্ট সকাল ১০টায় উপজেলা কৃষকলীগ শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এবং পৌর কৃষকলীগ তেরচর কদমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এনিয়ে উপজেলা ও পৌর কৃষকলীগ নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। উপজেলা কৃষকলীগের আলোচনা সভায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতৃবৃন্দ এবং পৌর কৃষকলীগের শোক দিবসের অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে। একই দিনে একই সময়ে দুই অনুষ্ঠানে নেতাকর্মীরা কোনটিতে অংশগ্রহণ করবেন এনিয়েও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছেন তারা। উপজেলা ও পৌর কৃষকলীগের মধ্যে সমন্বয়হীনতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আগামী ১৩ আগস্ট উপজেলা কৃষকলীগ জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম কামাল পাশার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্রকে প্রধান অতিথি করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে বিশেষ অতিথি করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী জসিম উদ্দীনকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণপত্র করা হয়েছে। রহস্যজনক কারণে এখন পর্যন্ত ওই পত্র বিতরণ করা হয়নি।
পৌর কৃষকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শিহাব উদ্দীন রাড়ী বলেন, জেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পৌর কৃষক লীগ জাতীয় শোক দিবসের কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১৩ আগস্ট ওই কর্মসূচি পালন করা হবে। উপজেলা কৃষক লীগ কোনো কর্মসূচির আয়োজন করেছেন কিনা তা আমাদের জানা ছিলো না। পৌর কৃষকলীগের কর্মসূচি চূড়ান্ত হওয়ার পরে উপজেলা কৃষকলীগের কর্মসূচির কথা জানতে পেরেছি। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা কৃষকলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পৌর কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা করেননি।
উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম কামাল পাশা বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। তাই উপজেলা কৃষকলীগ ১৩ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেছে। তবে পৌর কৃষকলীগ কোনো কর্মসুচি পালন করবেন কিনা সেটা তাদের বিষয়। তাদের কর্মসূচির বিষয়ে আমার কিছুই জানা নাই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT