মুলাদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুলাদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ - ajkerparibartan.com
মুলাদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

4:33 pm , August 10, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। উপজেলা যুবলীগ নেতা ও চরকালেখান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলম খান আলোর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার করছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। উপজেলার জয়ন্তী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা আলো খানের নামে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে বলে জানান ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। এঘটনায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, মুলাদী উপজেলায় কোনো বালু মহাল না থাকলেও মাদারীপুর ও শরীয়তপুরসহ আশপাশের উপজেলা থেকে কতিপয় ব্যবসায়ী রাতের আধারে ড্রেজার ও জাহাজ দিয়ে জয়ন্তী নদী থেকে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী ভাঙন কবলিত পরিবারগুলো বালু উত্তোলনের বন্ধের জন্য ড্রেজার ও জাহাজের মালিক কর্মচারীদের অনুরোধ করেন। কিন্তু তারা যুবলীগ নেতা আলম খানের নাম ভাঙিয়ে নদী থেকে বালু উত্তোলন করে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
চরকালেখান ইউনিয়ন যুবলীগ নেতা মিল্টন মোল্লা জানান, আলম খান দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি চরকালেখান আদর্শ কলেজ গভর্নিং বডির সদস্য, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শুভাকাঙ্খি হিসেবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। বালু ব্যবসায়ীরা আলো খানের নাম ভাঙ্গিয়ে  নদী থেকে বালু উত্তোলন করছেন। আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আলো খানকে দোষারোপ করছেন। এতে আলো খান ও যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার বন্ধ না করলে ইউনিয়ন যুবলীগ প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
ইউনিয়ন যুবলীগের কর্মী নয়ন খান বলেন, এলাকায় আলো খানের ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। তার প্রতিপক্ষরা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার করছেন। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চরকালেখান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলম খান বলেন, ‘আমার নাম দিয়ে নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি জানা ছিলো না। স্থানীয়রা বিষয়টি আমাকে অবহিত করলে নেতাকর্মীদের নিয়ে অবৈধ বালুর ড্রেজার ও জাহাজগুলোকে নদী থেকে বিতাড়িত করেছি। এর পরেও কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার করলে সেটা দুঃখজনক।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT