4:31 pm , August 10, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ মুজিববর্ষ উপলক্ষে দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলার ১৮৭টি পরিবারের মাঝে ঘর প্রদান করে জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা: জহুরুল ইসলাম, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শেষে তার পক্ষে ১৮৭ টি পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় সকল পরিবারকে ৫টি করে গাছ বিতরণ করা হয়। ঝালকাঠিতে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন-গৃহহীনদের মাঝে।