4:29 pm , August 10, 2023
খবর বিজ্ঞপ্তি ॥ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে ২দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১১ আগস্ট শুক্রবার বিকাল ৩টায় ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং ১২ আগস্ট শনিবার বিকাল ৩টায় সংগীত প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শোক দিবসের এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর শাখার সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর (ভিপি জাহাঙ্গীর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর এবং তোফায়েল আহম্মেদ, উপদেষ্টা বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখা।