স্ত্রীর বড়বোনের টাকা নিয়ে পালিয়েছে স্বামী স্ত্রীর বড়বোনের টাকা নিয়ে পালিয়েছে স্বামী - ajkerparibartan.com
স্ত্রীর বড়বোনের টাকা নিয়ে পালিয়েছে স্বামী

4:28 pm , August 10, 2023

বিশেষ প্রতিবেদক ॥ প্রথমবার ঘর থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছিলো। দুই মাস পর ফিরে এসে ক্ষমা চায়। এইবার অন্যের রাখা ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। কোথায় গেছে কিছুই জানিনা। এমন স্বামীর হাত থেকে আমাকে বাঁচান বলে কান্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী। বৃহস্পতিবার সকালে বরিশালের দৈনিক আজকের পরিবর্তন পত্রিকা অফিসে এসে এভাবেই নিজের কষ্টের কথা তুলে ধরে আহাজারি করেন তিনি। তার সাথেছিলো দুটি শিশু সন্তান।  সন্তানদের একজন ছেলে শিশু বয়স ৮ বছর, অন্যজন ৯ মাসের মেয়ে শিশু। কোতয়ালি মডেল থানায় স্বামী মিল্টন খলিফা (৩৫) এর নামে অভিযোগ দায়ের করার আগে সোজা চলে এসেছেন পত্রিকা কার্যালয়ে। চাইছেন পরামর্শ।
ঘটনার বিবরণে স্ত্রী (৩০) জানালেন, ২০১৪ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার অনুরাগ গ্রামের রসুল আলী খলিফা ও মমতাজ বেগম এর ছেলে মিল্টন খলিফার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর প্রথম বছরটা ভালোই কেটেছে। কিন্তু প্রথম সন্তান লিমন (৮) এর জন্মের পর থেকে বিভিন্ন অজুহাতে টাকা চাইতে শুরু করে স্বামী মিল্টন খলিফা। তার বাবা-মা নগরীর কাজীপাড়া মসজিদের সামনে ভাড়া থাকে। সে বেশিরভাগ সময় বাবা-মায়ের সাথে থাকে আর বাবা-মায়ের দোহাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায়। এক পর্যায়ে সে যৌতুক দাবী করে। আমার বাবা-মা নেই। বড় ভাই ও বড় বোনের সহযোগিতায় চাঁদমারির মাদ্রাসা রোডে বস্তিতে একটি বাড়ি করে সেখানেই থাকি । তাকেও এসে আমার সাথে থাকতে বললে সে চলে আসে। কিছুদিন পরই ঘরে জমানো সমিতির ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায় বলে জানান মিল্টনের স্ত্রী। তখন থানায় মামলাও করেছিলেন জানিয়ে বলেন, মাস দুয়েক পর সব টাকা পয়সা খরচ করে শূন্য হাতে ফিরে এসে হাতেপায়ে ধরে ক্ষমা চায়। স্ত্রী হিসেবে একটা সুযোগ তাকে দেই। ওই  টাকা সে কি করেছে তা আর জানতে পারিনা, সেও কিছু বলেনা। এরপর তাকে কিছু টাকা দিয়ে কাঁচা মালের ব্যবসা ধরিয়ে দেই। সে কিছুদিন চাঁদমারি মোড়ে সবজি বেচাকেনা করে। মাস দেড়েক আগে আমার বড়বোন তার ঘর নির্মাণের জন্য জমানো টাকা এনে আমার কাছে রাখে। ১ লাখ ৭০ হাজার টাকা। যেদিন রাখে পরদিনই খুব ভোরে সব টাকা নিয়ে সে পালিয়ে গেছে। কোথায় গেছে জানিনা। তার বাবা-মা জানে কিন্তু আমাদের বলে না বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি এই স্বামীকে ধরিয়ে দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান। এই স্বামীর হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চান বলে আবারও কান্নাকাটি শুরু করেন।
এ সময় তার শিশু সন্তান লিমনও কেঁদে ওঠে বলে, বাবা ভালো না। বাবা আমাকে শুধু মারে।
বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনকে ফোনে বিষয়টি জানালে তিনি অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। অভিযোগ পেলে ফোন ট্রাকিং করে মিল্টন খলিফাকে ধরার চেষ্টা করবেন বলে জানান আনোয়ার হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT