4:26 pm , August 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ স্বামীর সাথে মোটর সাইকেলে বের হয়ে খাদে পড়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কালিজিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্ত্রী হলো হাসিনা বেগম (৫৮)। সে নগরীর নবগ্রাম রোড এলাকার মো. মোশারেফ হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, স্বামীর সাথে মোটর সাইকেলে বের হয়। কালিজিরা এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত স্বামী ও স্ত্রীকে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম আজাদ জানিয়েছেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতিতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।