4:22 pm , August 10, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু হলো নগরীর ২৯ নং ওয়ার্ড বাঘিয়া নয়াদা (খানবাড়ি) এলাকার মো. আনোয়ার হোসেনের কন্যা খাদিজা (৬) ও তার ছোট ভাই দেলোয়ার হোসেনের কন্যা দ্বিনিয়া (৫)। খাদিজা শেরই বাংলা আইডিয়াল স্কুলে ও দ্বিনিয়া বাঘিয়া মাদ্রাসার প্লে শ্রেনীর ছাত্রী। এক শিশুর বাবা দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসা ও স্কুল থেকে ফিরে দুই কন্যা বৃষ্টিতে ভিজে গোসল করার জন্য ঘরের সামনে রাস্তায় যায়। ঘরের সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লে ওদের কথা ভুলে যায়। কিছু সময় পর মনে পড়লে সন্ধানে বের হন পরিবারের সদস্যরা। এক পর্যায়ের পাশে বিসিক এলাকার মধ্যে ডোবায় ভাসমান অবস্থায় পেয়েছেন দুইজনকে। তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দেলোয়ার হোসেন বলেন, ডোবার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ফুটবল পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ফুটবলটি আনতে গিয়ে দুই জন ডুবে গেছে।