4:21 pm , August 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, আগস্ট মাস শোকের মাস, কিন্তু তারপরেও আমরা এই শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করার জন্য আয়োজন হয়েছে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস কর্তৃক শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পিতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতি এবং যারা ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট কালোরাতে শাহাদাৎ বরণ করেছেন তাদের প্রতি। তিনি বলেন, আপনারা জানেন জাতির পিতা সাড়ে তিন বছর সময় পেয়েছিলো এই দেশ শাসন করার। এই অল্প সময়ের মধ্যেই তিনি একটি মজবুত ভীত রচনা করে গেছেন এবং যার প্রেক্ষিতে আজকের বাংলাদেশ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এক সময় স্বল্প উন্নত দেশ ছিলো কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা ২০৪১ সালের মধ্যে পৌঁছাতে পারবো। কিন্তু এই সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে একটি সুস্থ শারীরিক অবস্থায় একটি দেশে জনগন যদি না থাকে তাহলে সেই দেশ সমৃদ্ধ লাভ করতে পারে না। সুতরাং সুস্থ নাগরিকের জন্য খেলাধুলা খুব প্রয়োজন এবং এই জন্যই কিন্তু জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর নামে তিনি ফুটবল প্রেমী ছিলেন, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল তিনিও ফুটবল প্রেমী ছিলেন এবং ভালো সংগঠক ছিলেন। খেলাধুলার প্রতি বঙ্গবন্ধুর ভিন্ন ধরনের উৎসাহ ছিলো, তিনি উৎসাহ দিতেন। আমরা মনে করি একটা দেশকে গঠন করতে সুস্থ নাগরিক হওয়া দরকার এবং সুস্থ নাগরিক হতে হলে খেলাধুলার প্রয়োজন। আমি মনে করি যুবসমাজ যারা আছো তোমরা মাদক থেকে দূরে থাকবে লেখাপড়া করবে এবং খেলাধুলার মাধ্যমে তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করবে। আমাদের বরিশালে খেলাধুলার প্রতি মনযোগ খুব কম। শহরে যারা বসবাস করে তাদের খেলাধুলার প্রতি মনযোগ তেমন নাই। তারা মোবাইল নিয়ে ইন্টারনেটে ব্যস্ত থাকে। আমি আহবান জানাবো যুব সমাজকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আসুন আমরা সকলে মিলে খেলাধুলার প্রতি মনযোগী হই। তাহলেই কিন্তু আমাদের দেশে সুস্থ নাগরিক গড়ে তুলতে পারবো। সুস্থ নাগরিক ব্যবস্থা গড়ে তুলতে পারলেই সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে পৌঁছাতে পারবো।
১০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)এর মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আলী, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ফেরদৌস। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। পরে সংক্ষিপ্ত এক আলোচনা পর্ব শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি। উদ্বোধনী ম্যাচে মাঠে নামেব দুই দল, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ভোলা বনাম রাজাপুর ডিগ্রি কলেজ ঝালকাঠি।