পটুয়াখালী ও নেছারাবাদে পাওয়া গেছে এডিস মশার লার্ভা ॥ শেবাচিমে এক নারীর মৃত্যু পটুয়াখালী ও নেছারাবাদে পাওয়া গেছে এডিস মশার লার্ভা ॥ শেবাচিমে এক নারীর মৃত্যু - ajkerparibartan.com
পটুয়াখালী ও নেছারাবাদে পাওয়া গেছে এডিস মশার লার্ভা ॥ শেবাচিমে এক নারীর মৃত্যু

4:20 pm , August 10, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ওই নারীসহ বরিশাল বিভাগে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪০৫ জন রোগী বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল ৬ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় এটা একটা রেকর্ড জানিয়েছে স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, আগে আমরা বলতাম ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে। কিন্তু দুই স্থান থেকে পাঠানো স্যাম্পল থেকে প্রমান পাওয়া গেছে এ অঞ্চলে এডিস মশা রয়েছে। তাই রোগীর সংখ্যা বাড়ছে। পটুয়াখালী ও পিরোজপুরের নেছারবাদ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেড়ে যাওয়ায় সেখান থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। পরীক্ষায় ওই নমুনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাই আমরা নিশ্চিত এডিস মশার বিস্তারের কারনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। রোগী বাড়ার সাথে সাথে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে। মশা প্রতিরোধে সকলকে ভুমিকা রাখার আহবান জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। বুধবার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া নারী হলেন রাশিদা বেগম (৫০)। সে বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো তথ্য অনুযায়ী বুধবার বেলা ১২ টা থেকে বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে মোট ৪০৫ জন ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন রোগী বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরিশাল সদর হাসপাতালসহ ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গত ২৪ ঘন্টায় ৮১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এছাড়াও পিরোজপুরে ৫৭ জন, ভোলায় ৫৩ জন, পটুয়াখালীতে ৪৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, বরগুনায় ৩১ জন ও ঝালকাঠিতে ৯ জন ভর্তি হয়েছে। গত ১ জানুয়ারী থেকে বৃহস্পতিবার পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৩৬০ জন। এর মধ্যে ৭ হাজার ৩০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল ও পুটয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন করে। ১৪৯ জন করে চিকিৎসাধীন রয়েছেন বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন হাসপাতালে। ভোলায় রয়েছে ১১১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন ও ঝালকাঠিতে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলায় ৩ জন, বরগুনা ও পিরোজপুরের একজন করে মারা গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT