4:41 pm , August 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শেষ হয়েছে পক্ষকাল ব্যাপি বিভাগীয় বৃক্ষ মেলা। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ বৃক্ষ মেলা বুধবার শেষ হয়েছে। সমাপনি দিনে পুরস্কৃত করা হয়েছে বৃক্ষ মেলায় অংশ নেয়া নার্সারী মালিকদের। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন নগরীর আউটার ষ্টেডিয়াম এলাকার নার্সারী মালিক আবুল কালাম আজাদ। তার গ্রীণ গার্ডেন নার্সারী প্রথম হয়েছে। মেলায় তার ষ্টল থেকে লক্ষাধিক টাকার গাছের চারা বিক্রি করা হয়েছে।
নার্সারী মালিক আবুল কালাম আজাদ বলেন, শুধু মেলায় নয় সারা বছরই গ্রীন গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছের চারা পাওয়া যায়। বাধ রোডের পাশের গার্ডেনে এলেই যে কোন সময়, ফলজ, বনজসহ নানা জাতের গাছ কিনতে পারবেন ক্রেতারা। তাদের আস্থার কারনে মেলায় ক্রেতাদের আগ্রহে ছিলেন গ্রীন গার্ডেন। তাই গাছের চারা বেশি বিক্রি হয়েছে। ভবিষ্যতে বৃক্ষপ্রেমীদের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।