4:40 pm , August 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পক্ষকালব্যাপি বৃক্ষ মেলা শেষ হয়েছে। বুধবার মেলা শেষ হয়। মেলার সমাপনি অনুষ্ঠান হয় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ হল রুমে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বরিশাল জেলা প্রশাসন শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্জাহান হোসেন (পিপিএম), বন সংরক্ষক উপকূলীয় অঞ্চল হারুন অর রশিদ খান, মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এহতেসাম উল হক, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ ড. মোহাঃ আব্দুল আউয়াল এবং স্কুল-কলেজের শিক্ষক – শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃক্ষ মেলায় অংশ নেয়া ২২ জন নার্সারী মালিক উপস্থিত ছিলেন। গত ২৬ জুলাই নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম। মেলায় সরকারি তিনটি এবং বেসরকারি ৪৭ মিলিয়ে মোট ৫০টি স্টল ছিলো। পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলায় ৯৫ হাজার ৮৩৬টি বিভিন্ন ধরনের গাছের চারা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য ১৪ লাখ ১৭ হাজার ৭শ ৫০ টাকা।