মাদ্রাসা ছাত্রী মাইশা হত্যায় তিন নারীর বিরুদ্ধে মামলা মাদ্রাসা ছাত্রী মাইশা হত্যায় তিন নারীর বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
মাদ্রাসা ছাত্রী মাইশা হত্যায় তিন নারীর বিরুদ্ধে মামলা

4:38 pm , August 9, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ছাঁদ থেকে কিশোরী পড়ে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। কোতয়ালী মডেল থানায় শিশুর বাবা আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় নামধারী তিনজনকে আসামী করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার করার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলার আসামীরা হলেন, নগরীর ২৩ নং ওয়ার্ড বসুন্ধরা হাউজিং এলাকার হানিম নিবাসের বাসিন্দা আবুল কালামের স্ত্রী তাহারাত (২৯), আরিয়ান কটেজেরে বাসিন্দা ও গোলাম মোস্তফার স্ত্রী শাহনাজ পারভীন (৩৫) ও একই ভবনের বাসিন্দা মৃত সেকেন্দার আলীর স্ত্রী সেতারা বেগম (৭০)। মামলায় বাদী অভিযোগ আনেন, তার কন্যা মাইশা আব্দুল্লাহকে (১১) গত ৩ আগষ্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আরিয়ান কটেজের ছাদে নিয়ে যায় শাহনাজ ও সেতারা। ছাদে নিয়ে কার্নিশে পড়া জুতা আনার জন্য মাইশাকে চাঁপ প্রয়োগ করে। পরে মাইশাকে রক্তাক্ত অবস্থায় নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ছাঁদ থেকে পড়ে মাইশার দুই পা ভেঙ্গে গেছে, শরীরে বিভিন্ন অংশে জখম পেয়েছে। এছাড়াও তার লিভার ফেটে গিয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ৬ আগষ্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে মাইশা।
মাইশার বাবার ধারনা পুর্ব পরিকল্পিতভাবে তার কন্যাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT