4:37 pm , August 9, 2023

নিজস্ব ও গৌরনদী প্রতিবেদক ॥ গৌরদীতে নিয়ন্ত্রন হারানো প্রাইভেট কার গাছের সাথে ধাক্কায় এক ইন্টার্ন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চিকিৎসকের প্রাইভেটকারের চালক। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহত ইন্টার্ন চিকিৎসক হলেন ডা. ইকরা বিনতে হাফিজ (২৮)। সে উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। কুমিল্লা হাউজিং এলাকার বাসিন্দা মো. হাফিজুর রহমানের কন্যা। তার স্বামীর নাম শওকত হোসেন মাহী একজন সফটওয়ার প্রকৌশলী বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার। আহত ঢাকা ডেমরা এলাকার বাসিন্দা চালক নাহিদ হোসেনকে (৩২) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ১৩-৬৫৪৯) ভোররাতে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে গৌরনদীর কটকস্থল পৌছুলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কার দুমরে মুচরে যায়।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, গাছের সাথে সংঘর্ষে কারের চালকের অংশ দুমরে-মুচরে গেছে। কেটে আধা ঘন্টার চেষ্টায় তাকে বের করা হয়েছে। তবে এর আগেই চিকিৎসক নারীকে বের করা হয়। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার সাথে সাথে মারা গেছেন।
প্রাইভেট কারের চালক নাহিদকে বের করার পর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই কিভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানেন না বলে বিপুল হোসেন জানিয়েছেন।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গৌরব মজুমদার বলেন, চালকের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী সাখাওয়াত হোসেন মাহী বলেন, স্ত্রী ইকরা বিনতে হাফিজ নৈশ দায়িত্ব পালন করে কাউকে কিছু না জানিয়ে সকাল ৫ টার দিকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। কার কাছে? কি কারনে? গেছে আমি কিছুই জানি না। পুলিশের ধারনা চালক নাহিদ ঘুমিয়ে পড়ার কারনে দূর্ঘটনা ঘটেছে।
উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি করেছে ডা. ইকরা বিনতে হাফিজ। ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে দুর্ঘটনার শিকার হয়ে সে নিহত হয়েছে। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।