নামাজ পড়তে গিয়ে মসজিদে মৃত্যুবরন বিএনপি নেতার নামাজ পড়তে গিয়ে মসজিদে মৃত্যুবরন বিএনপি নেতার - ajkerparibartan.com
নামাজ পড়তে গিয়ে মসজিদে মৃত্যুবরন বিএনপি নেতার

4:21 pm , August 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ফজরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদে মৃত্যুবরন করেছেন নগরীর ১৬ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক হায়দার আলী খান। মঙ্গলবার নগরীর ব্রাউন্ড কম্পাউন্ডস্থ দারুল মোকাররম জামে মসজিদে তার মৃত্যু হয় বলে মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন জানিয়েছেন। মরহুমরে জানাজা নামাজ আছর বাদ ওই মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সদস্য জাহিদুর রহমান রিপন, ১৬ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক কামরুল হাসান রতন, যুবদল নেতা মুরাদুল ইসলাম হিমেলসহ নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেয়। পরে তাকে মুসলিম গোরস্তানে চির শায়িত করা হয়। এদিকে হায়দার আলী খানের মৃত্যুতে মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ সহ মহানগরের বিভিন্ন যুগ্ম আহবায়ক ও সদস্যরা মরহুমের রুহের মাগ-ফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এক বিজ্ঞপ্তি দিয়েছে।
যুবদল নেতা মুরাদুল ইসলাম হিমেল জানিয়েছেন, নগরীর ঈশ্বরবসু রোডের নিজ বাসভবনে বাস করতেন মরহুম হায়দার আলী খান। নামাজ পড়তে মসজিদে এসে অজু খানা অজু করতে যান। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি.শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT