নগরীর জলাবদ্ধতা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ভবিষ্যৎ পরিস্থিতির বর্ণনা নগরীর জলাবদ্ধতা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ভবিষ্যৎ পরিস্থিতির বর্ণনা - ajkerparibartan.com
নগরীর জলাবদ্ধতা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর ভবিষ্যৎ পরিস্থিতির বর্ণনা

4:19 pm , August 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জলাবদ্ধতা নিয়ে চারিদিকে নানান জিজ্ঞাসা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বরিশাল আবহাওয়া পরিস্থিতি নিয়েও অনেক গুঞ্জন। তাই পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুম একটি বিবৃতি দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।
তিনি গতকাল বিকেলে আবহাওয়া তথ্য সরবরাহ এর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছেন -গত বছর ২৪ আগষ্টের ঘূর্ণিঝড় সিত্রাং সময়ের মত জলাবদ্ধতা আবারও দেখল বরিশাল নগরবাসী। অথচ সিত্রাং এর সময় কীর্তনখোলা নদীর পানি জোয়ারের সময় বিপদসীমার সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এবং একই সময়ে বৃষ্টিপাত হয়েছিল (২৪ আগষ্ট সকাল নয়টা থেকে ২৫ আগষ্ট সকাল নয়টা পর্যন্ত) ২৪১ মিলিমিটার। অথচ গতকাল ০৭ আগষ্ট কীর্তনখোলা নদীর পানি জোয়ারের সময় বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। এবং বৃষ্টিপাত হয়েছিল (০৭ আগষ্ট সকাল নয়টা থেকে ০৮ আগষ্ট সকাল নয়টা পর্যন্ত) ১৭৭ মিলিমিটার।
নদ-নদীর পানি বিপদ সীমার নিচে বৃষ্টিপাতের পরিমাণও সিত্রাং তুলনায় কম তারপরও জলাবদ্ধতা থেকে রেহাই মিলেনি নগরবাসীর।
নদ-নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে এর জল ধারণক্ষমতাও স্বাভাবিকভাবে দিন দিন হ্রাস পাচ্ছে।
অপরদিকে শহর এলাকার মধ্যে যেসকল ছোট নদী বা খাল রয়েছে সেগুলো বিভিন্ন জটিলতার কারনে এখন পর্যন্ত খনন কাজ শুরু করা যায়নি।
অন্য যে উপায় ‘জলাধার’ যেখানে ড্যাপ ঢাকা শহরের জন্য সুপারিশ রেখেছে জলাধারগুলো সংরক্ষণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্য। প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করে জলাধার সৃষ্টি করা।
সেখানে ব্যক্তিমালিকানাধীন জলাধার তো গনহারে ভরাট করা হচ্ছেই। খোদ সরকারি প্রতিষ্ঠানও জলাধার ভরাট করে অবকাঠামো নির্মাণে পিছিয়ে নেই। নদীর নাব্যতা কমে যাওয়া। ছোট নদী খাল পুনঃখনন করতে না পারা। নগরায়নের নামে জলাধারগুলো ভরাট করে ফেলা।যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে প্রবাহমান লিংক বন্ধ করে ফেলা।এই কারণ গুলো যেখানে বিদ্যমান সেখানে যদি ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এবং একই সাথে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে এর চেয়েও ভয়াবহ জলাবদ্ধতা দেখতে হতে পারে।এখনই এ বিষয়ে সমন্বিত কার্যকর পদক্ষেপ না নেয়া হলে বড় ধরণের ক্ষতির আশংকা থেকেই যাবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT