4:16 pm , August 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের আয়োজনে সোহেল চত্বর দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর হোসেন, মাহাবুব উদ্দিন আহাম্মেদ (বীর বিক্রম) সহ বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে নগরীর আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড়ে দোয়া-মোনাজাত করা হয়।