4:13 pm , August 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বিশাল সাইজে একটি রেইনট্রি গাছ উপরে চলন্ত থ্রি-হুইলারের উপর পড়ে মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে থ্রি-হুইলারের আরো চার যাত্রী। সোমবার দিনগত রাত ১২টার দিকে চরমোনাই ইউনিয়নের চাঁদের হাট খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মাদ্রাসা শিক্ষক হলেন মো. মনিরুল ইসলাম (৪৭)। সে বরগুনার আমতলী উপজেলার মো. শাহজাহান হাওলাদারের ছেলে। সে চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে সহযোগি সংগঠন শিক্ষক ফোরামের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন চরমোনাই মিডিয়া উপ-কমিটির সদস্য এইচ এম সানাউল্লাহ।
আহতরা হলেন- মাহিন্দ্রা চালক মাহাবুব, চরমোনাই মাদ্রাসার ছাত্র আল আমিন, সায়েম হোসেন ও ইমাম হোসেন। তারা সকলেই চরমোনাই ইউনিয়নের বাসিন্দা।
চরমোনাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ শীষ মুহাম্মদ মামুন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, নগরীর কীর্তনখোলা নদীর অপর প্রান্ত বেলতলা খেয়াঘাট থেকে যাত্রীবাহী থ্রি-হুইলারে শিক্ষক মনিরুলসহ তিন ছাত্র। তাদের বহনকারী থ্রি-হুইলার চরমোনাই মাদ্রাসার দিকে যাওয়ার পথে চাঁদের হাট এলাকায় পৌঁছালে গাছের গোড়ার মাটি নরম হয়ে বিশাল একটি রেইনট্রি গাছ গাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাদ্রাসা শিক্ষক মনিরুল। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহত শিক্ষক মনিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন মায়ের চিকিৎসার খোঁজখবর নিয়ে ফিরছিলেন। চরমোনাই মিডিয়া উপ-কমিটির সদস্য এইচ এম সানাউল্লাহ জানান, বরিশাল নগরী থেকে থ্রি-হুইলারে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন শিক্ষক মনিরুল ইসলামহ আরো ৪ যাত্রী। থ্রি-হুইলার চাঁদেরহাট অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পর একটি রেইনট্রি গাছ পড়ে। এতে গাছের নিচে চাঁপা পড়ে শিক্ষক নিহত হয়। এছাড়াও ৪ জন আহত হয়েছে।
উদ্ধার কাজে অংশ নেয়া কোতয়ালী মডেল থানার এএসআই মো. বদিউজ্জামান বলেন, অতিবৃষ্টির কারনে মাটি নরম হয়ে গাছের শিকড় আলগা হয়ে যায়। দক্ষিনা বাতাসে বিশাল সাইজের গাছ উপরে থ্রি হুইলারের উপর পড়েছে। এ সময় থ্রি-হুইলারে থাকা চালক ও এক যাত্রী দুর্ঘটনার সাথে সাথে বের হয়। কিন্তু শিক্ষকসহ আরো দুইজন চাঁপা পড়ে। সোয়া দুই ঘন্টার চেষ্টায় তাদের বের করা হয়। পরে তাদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষনা করেছে।
কোতয়ালী মডেল থানার এসআই পার্থ সারথী বলেন, আহতরা বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করে নিহত শিক্ষকের লাশ নিয়ে গেছে।