4:13 pm , August 8, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী বরিশালে পালন করা হয়েছে। সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা-এই প্রতিপাদ্য নিয়ে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সার্কিট হাউজে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেএসএম মহিউদ্দিন মানিক, মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। বাদ জোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।