4:12 pm , August 8, 2023

বিশেষ প্রতিবেদক ॥ আপনারা আর একটু ধৈর্য্য ধরুন। আর কটাদিন। নগরীতে কোনো জলাবদ্ধতা থাকবে না। আমি অবশ্যই আমার নির্বাচনী সব প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাআল্লাহ। গত তিনদিনের বৃষ্টিতে বরিশাল নগরীর পরিস্থিতি তুলে ধরে বরিশালের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এভাবেই নিজের সহমর্মিতা ব্যক্ত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্মদিন উপলক্ষে এবং ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর উদ্যোগে দোয়া মোনাজাতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, সাংবাদিকরা প্রকৃত সত্য তুলে ধরুন। দয়া করে ভুল তথ্য বা মিথ্যা বানোয়াট কিছু প্রকাশ করবেন না। এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদদের স্মরণ করেন। খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম এর সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল ইসলাম। অনুষ্ঠানে বরিশালের ৩০ ওয়ার্ডের নবনির্বাচিত ও বর্তমান কাউন্সিলরদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিসিসির নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর সহধর্মিণী লুনা আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড কেবিএস আহমেদ কবীর, বরিশাল সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বার কাউন্সিল এর হাউস কমিটির চেয়ারম্যান বঙ্গবন্ধ আইনজীবী পরিষদের সভাপতি মোঃ আনিচ উদ্দিন শহিদ, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি/সম্পাদক এ্যাঃ লষ্কর নুরুল হক, বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডঃআফজালুল করীম, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মোঃনিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইতালি শহিদ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ সদস্য অসীম দেওয়ান, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃজসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রলীগ বাকসুর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, চলমান ও নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বরিশাল ব্রজমোহন বিএম কলেজ এর অধ্যাপিকা শাহ শাজেদা, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।