4:11 pm , August 8, 2023

নগরীর অনেকগুলো সড়কে কয়েকদিন ধরে হাটু পানি। ভেসে গেছে পুকুর, ডোবা-নালার মাছ। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে সবচেয়ে বেশি পানি জমেছে নবগ্রাম রোড ও অক্সফোর্ড মিশন রোডে। এই দুই সড়কে গত কয়েকদিন ধরে মাছ ধরার মহাউৎসব চলেছে। গতকাল সকালে অক্সফোর্ড মিশন রোডের রাস্তায় তেলাপিয়া, পাঙ্গাস, মাগুর ও আড়াই কেজি ওজনের একটি বোয়াল মাছও পাওয়া গেছে। মুদি দোকানি খোকন দারোগা বাড়ির সামনের সড়ক থেকে খুচন জালে এই মাছটি ধরেন। মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে যায়।