একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৪৮ জন একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৪৮ জন - ajkerparibartan.com
একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩৪৮ জন

4:19 pm , August 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু জ্বরে বরিশাল বিভাগে একদিনে আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক ৩৪৮ জন। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তারা আক্রান্ত হয়েছে। এরআগে ৩০ জুলাই সর্বোচ্চ ৩৩৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলো। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। রোববার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বরিশালে ১২১ জন, পটুয়াখালীতে ৭৩ জন, পিরোজপুরে ৬০ জন, ভোলায় ৪১ জন, বরগুনায় ৩৬ জন আছেন ও ঝালকাঠিতে ১৭ জন আক্রান্ত হয়েছে। রোববার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯১৬ ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে বরিশালে ৩৫০ জন, পটুয়াখালীতে ২১৩ জন, ভোলায় ৯৪ জন, পিরোজপুরে ১৪৫ জন, বরগুনায় ৯৪ জন ও ঝালকাঠিতে ২০ জন।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬ হাজার ৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৯ জন। বরিশাল বিভাগে ১৩ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জন, বরগুনা হাসপাতালে একজন এবং ভোলা জেনারেল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT