কার্নিশে জুতা আনতে গিয়ে নিচে পড়ে আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু কার্নিশে জুতা আনতে গিয়ে নিচে পড়ে আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু - ajkerparibartan.com
কার্নিশে জুতা আনতে গিয়ে নিচে পড়ে আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

4:16 pm , August 6, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ২৩ নং ওয়ার্ড বসুন্ধরা হাউজিং এলাকার তিন তলা বাসার ছাদ থেকে পড়ে আহত মাদ্রাসা ছাত্রী মাইশার মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার কিশোরী মাইশা আব্দুল্লাহর মৃত্যু হয়। সে নগরীর রুপাতলী হাউজিং এলাকার আরিয়ান কটেজের ভাড়াটিয়া বাসিন্দা ঔষধ ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের কন্যা। এ ঘটনায় মাইশার খালা বাদী হয়ে তিন জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছে।
মাইশা রুপাতলী উকিল বাড়ী সড়কের জান্নাতুল বকুল মহিলা আলিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী ছিলো।
অভিযোগ সুত্রে জানা গেছে, আরিয়ান কটেজের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলো মাইশা ও তার পরিবার। আরিয়ান কটেজের মালিক শাহনাজ পারভীন ও সেতারা বেগম গত ৩ আগষ্ট মাইশাকে ডেকে তিন তলার সানসেটের উপর পড়ে থাকা জুতা এনে দিতে বলে। পাশের ভবন হানিম নিবাসের তাহারাতের ওই জুতা আনতে মাইশাকে কার্নিশে নামতে বলে। কিন্তু কার্নিশে পানি থাকায় মাইশা প্রথমে নামতে চায়নি। তাকে জোর করে কার্নিশে নামিয়ে দেয়। সেখানে পা পিছলে মাইশা নিচে পড়ে। এতে তার দুইটি পা ভেঙ্গে যায়। এছাড়াও লিভার ফেটে গিয়েছে।
তার পরিবার সুত্রে জানা গেছে, গত তিনদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় মাইশার। তার লাশের সোমবার ময়না তদন্ত করা হবে। পরে বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সঠিখোলায় জানাজা ও দাফন করা হবে।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT