বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর - ajkerparibartan.com
বোরহানউদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর

3:17 pm , August 6, 2023

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে যৌতুকের দাবীতে নাহার (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। খান বাড়ির মনির খার ছেলে রাসেলের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন তার স্ত্রী নাহার বেগম।  আহত নাহার বেগম অভিযোগ করে বলেন, ৪ বছর আগে তাদের বিবাহ হয়। বিবাহের সময় স্বামী রাসেলকে এক লক্ষ টাকা যৌতুক দেন তার পরিবার।   বর্তমানে ৩ মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাদের। কন্যা সন্তান হওয়ার পর থেকেই আরো এক লক্ষ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী রাসেলসহ স্বামীর পরিবার। যৌতুকের জন্য দাবীকৃত এক লক্ষ টাকা দিতে অস্বীকার করায় গত মঙ্গলবার রাতে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন স্বামী রাসেলসহ শাশুড়ি রোকেয়া বেগম।
হামলাকরী রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিয়ের পর থেকেই শশুর বাড়িতে কোন আপ্যায়ন পাইনি। বাসায় ঝগড়া করে শিশুকে বাসায় রেখে চলে গেছে তার স্ত্রী নাহার। পরে বোরহানউদ্দিন হাসপাতালে গিয়ে তার স্ত্রীর কাছে শিশুকে ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT