১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার ১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার - ajkerparibartan.com
১২ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে স্বামী-স্ত্রী গ্রেফতার

3:16 pm , August 6, 2023

পাথরঘাটা প্রতিনিধি ॥ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লঞ্চ টার্মিনাল থেকে ১২ কেজি গাঁজা পাচারকালে স্বামী-স্ত্রী সহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮।  রোববার সকাল সাড়ে ৮টার সময়  গোপন সংবাদের ভিক্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক  কারবারিরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা ইউনিয়নের  মৃত পনু মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৪), জমির আলীর ছেলে মো. রফিক বিহারী (৩০) এবং  রফিক বিহারীর স্ত্রী হাজেরা বেগম। মাদক কারবারিদের আটক করে পাথরঘাটা থানায় সোপর্দ করে র‌্যাব।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৮ এর পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি নাজমুল হক গণমাধ্যমকে জানান, আটক তিন জনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT