নগরীতে জামায়াতের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নগরীতে জামায়াতের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - ajkerparibartan.com
নগরীতে জামায়াতের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

3:16 pm , August 6, 2023

খবর বিজ্ঞপ্তি ॥ রাজধানী ঢাকায় গত ৪ আগষ্ট জামায়াতের সমাবেশ করতে প্রশাসনের অনুমতি না দেয়ার প্রতিবাদে জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল বরিশালে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্বদেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাঃ বাবর, মহানগর জামায়াতের সেক্রেটারী মাওঃ মতিউর রহমান, সহকারী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান, জামায়াত নেতা মোঃ শামীম কবির প্রমূখ। মিছিল শেষে উপস্থিত সমাবেশে মহানগর জামায়াতের আমীর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী রাজনৈতিক দল। জামায়াত রাষ্ট্রিয় নিয়ম মেনে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে। রাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রতিটি দলের সভা-সমাবেশ করা তার মৌলিক অধিকার। জামায়াত তার প্রতিটি রাজনৈতিক কর্মসূচী শান্তিপূর্ণ ও সুশৃংখল ভাবে পালন করে যাচ্ছে। সরকার পরিকল্পিত ভাবে জামায়াতের সকল রাজনৈতিক কর্মসূচীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, গত ৪ আগষ্ট জামায়াত ঢাকায় মহাসমাবেশ করার জন্য পূর্ব থেকেই দিনক্ষণ ঘোষনা করে। এরই ধারাবাহিকতায় সমাবেশ বাস্তবায়নে প্রশাসনের সহযোগীতার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়। প্রশাসন কোন কারণ ছাড়া জামায়াতের পূর্ব ঘোষিত সমাবেশ করতে অনমুতি না দিয়ে রাষ্ট্রীয় হুমকী প্রদান করে। সরকারের এই সৈরাচারি ও অগণতান্ত্রিক আচরণ দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ অবৈধ সরকারে এই অন্যায় আচরণ আর বেশীদিন মেনে নিবেনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT