মুলাদীতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে বেসামাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুলাদীতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে বেসামাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা - ajkerparibartan.com
মুলাদীতে স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে বেসামাল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

4:36 pm , August 5, 2023

মুলাদী প্রতিবেদক ॥ মুলাদী উপজেলার বাহাদুপুর ফজলুর রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বেসামাল হয়ে পড়েছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। গভীর রাতে নির্বাচনের জন্য মাইকিং, নির্বাচনের আগের রাতে ভোট গ্রহণ স্থগিত করাসহ বিভিন্ন সময় সিদ্ধান্ত বদল করছেন তিনি। ফলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠন করতে পারেননি এই কর্মকর্তা। অনেকটা আগেভাগে বিদ্যালয়ের নির্বাচনের প্রস্তুতি নিয়ে তা সম্পন্ন করতে না পারায় প্রার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলের দায়ের করা মামলার জন্য নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব হয়নি বলে দাবি করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, বাহাদুরপুর ফজলুর রহিম শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ৮ জুন ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তফসিল অনুযায়ী গত ১৬ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিলো। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ছেলে মো. সাইদুর রহমান পলাশ শরীফের দায়ের করা মামলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ১২জনকে নোটিশ করে আদালত। নোটিশে নির্বাচন স্থগিতের কথা উল্লেখ না থাকলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিবার্য কারন দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেন। আদালত সাইদুর রহমান পলাশ শরীফের মামলা খারিজ করে দিলে গত ৩ আগস্ট গভীর রাতে সিদ্ধান্ত নেন ৫ আগস্ট ভোট গ্রহণ করবেন। সেই লক্ষ্যে ওই রাতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিয়ে এলাকায় মাইকিং করান তিনি। প্রার্থীদের কেউ কেউ নির্বাচনের প্রস্তুতি নেন এবং কেউ নির্বাচন বর্জনের কথা জানান। ৪ আগস্ট রাতে আবার অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
বার বার সিদ্ধান্ত বদল এবং নির্বাচন সম্পন্ন করতে না পারায় বিদ্যালয়ের অভিভাবক ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অপরদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না করায় বিদ্যালয়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন প্রিজাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, উপর মহলের মোবাইল ফোনের চাপে অনিবার্য কারন দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT