পৌর কর্তৃপক্ষকে ব্যবসায়ীদের উকিল নোটিশ পৌর কর্তৃপক্ষকে ব্যবসায়ীদের উকিল নোটিশ - ajkerparibartan.com
পৌর কর্তৃপক্ষকে ব্যবসায়ীদের উকিল নোটিশ

4:34 pm , August 5, 2023

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার সড়কে টোল আদায়
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় সড়ক ও জনপথের রাস্তা থেকে চারটি পৌরসভার অবৈধভাবে টোল আদায়ের নামে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের হয়নারি অভিযোগ উঠেছে। বেআইনিভাবে টোল আদায় বন্ধ করার জন্য পৌরকর্তৃপক্ষের সাথে ধর্না দিয়ে কোন ফায়দা হচ্ছে না। এমনকি জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একাধিকবার ব্যবসায়িদের পক্ষ আবেদন করেও কোন সুফল পাওয়া যায়নি। টোল আদায় ও হয়রানী বন্ধের জন্য সংশ্লিষ্ট পৌরসভাকে উকিল নোটিশও করা হয়েছে।
ভোলা জেলার পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এস.এম নাজমুল আহসান জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবার লিখিত অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা থেকে দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাসন পৌরসভা অবৈধভাবে টোল আদায় করছে। বড় ট্রাক/কাভার্ডভ্যান থেকে ২২০টাকা, ছোট ট্রাক বা লরি থেকে ১৯০ টাকা, পিকআপ থেকে ১৭০ টাকা, মাইক্রোবাস থেকে ১৫০ টাকা, নছিমন থেকে ১২০ টাকা, টেম্পু মাহেন্দ্র থেকে ৭০ টাকা, অটো থেকে ৪০ ও ব্যাটরী চালিত রিকশা থেকে ৩০ টাকা হারে টোল আদায় করা হচ্ছে। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে টার্মিনাল ব্যতিত কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায়ের নিষেধ করা করা হয়। কিন্তু ভোলার এ চারটি পৌরসভায় নিষেধাজ্ঞা অমান্য করে সংশ্লিষ্ট পৌরসভার ইজারাদারগণ টোল আদায় অব্যাহত রেখেছেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসয়ীরা মালামাল পরিবহন করতে গিয়ে হয়রানী ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
জেলা প্রশাক ও পুলিশ সুপার বরাবর আবেদনের পরও কোন সুফল না পেয়ে টোল আদাল বন্ধ রাখতে নাজমুল আহসান সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের মাধ্যমে গত ৫ জুলাই ওইসব পৌরসভার মেয়র বরাবরে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
এ বিষয়ে দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার জানান, পৌর এলাকার বিভিন্ন স্ট্যান্ড ইজারা দিয়ে থাকেন। কিন্তু সড়কের কোন ইজারা হয় না। রাস্তায় টোল আদায়ের বিষয় তার জানা ছিল না। উকিল নোটিশ পাওয়ার পর রাস্তার টোল আদায় বন্ধ করতে ইজারাদারকে চিঠি দিয়েছেন। বোরহানউদ্দিন পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান, মালামাল উঠানামার জন্য নির্ধারিত স্থান ও ষ্ট্যান্ড শর্তে সাপেক্ষে ইজারা দেয়া হয়েছে। টোল আদায়ের স্থানগুলো নির্ধারিত। সড়ক বা মহাসড়কে কোন টোল আদায়ের সাথে পৌরসভার কোন সংশ্লিষ্টতা নেই।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT