বরিশালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত বরিশালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত - ajkerparibartan.com
বরিশালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

4:22 pm , August 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সন্ধ্যা সোয়া ৭টায় বরিশাল নগরীর সদররোডস্থ সার্কিট হাউসের বিপরীতে মেয়রের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর অনুসারী অধিকাংশ কাউন্সিলর, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত দোয়া মোনাজাত ও আলোচনা সভার সভাকক্ষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের আয়োজিত এ সভায় প্রধান সমন্নয়ক এ্যাড.লস্কর নুরুল হক, কেবিএস আহমেদ কবির, এ্যাড আফজালুল করীম, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, হুমায়ুন কবির, আনিছুর রহমান দুলাল, জয়নাল আবেদীন, সাবেক কমিশনার তৌহিদুল ইসলাম বাদশা, আনিছ শরীফ, ফরিদ আহমেদ, বিএম কলেজ এর সাবেক ভিপি মঈন তুষার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT