4:16 pm , August 5, 2023

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেয়েমানিয়া ইউনিয়নের খায়গেরচর গ্রামের প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক পল্লী চিকিৎসক মিলন দপ্তরি হত্যা মামলার আসামি রশিদ ঘরামির ছেলে আখতার ঘরামী (৩০) কে গতকাল দুপুর সাড়ে বারোটার সময় উপজেলার হরিনাথপুর বন্দর থেকে হিজলা থানার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে আটক করা হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি প্রেমিকা রাহেলা বেগমের ফোন পেয়ে পরকীয়া প্রেমিক পল্লী চিকিৎসক মিলন দপ্তরি রাতে দেখা করতে যায়। তখন ঘরে থাকা রাহেলা বেগমের শশুর আব্দুর রশিদ ঘরামি (৫৫) মিলন দপ্তরিকে দেখতে পায়। তখন ক্ষিপ্ত হয়ে রশিদ ঘরামি মিলনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এ সময় মিলন পালানোর চেষ্টা করলে রাহেলা বেগমের রুমে থাকা লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে রাহেলা বেগম ও তার শ্বশুর সহ দেবর মিলে লাশ গুম করে ফেলে। এরপর নিহত মিলনের বড় ভাই সবুজ দপ্তরি বাদী হয়ে হিজলা থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৫ জুলাই হিজলা থানা পুলিশ প্রেমিকা ও তার শশুর কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
শুক্রবার উপজেলার হরিনাথপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এসআই মনিরুজ্জামান আটক করেন। এ ব?্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ জুবায়ের জানান, পল্লী চিকিৎসক মিলন দপ্তরী হত?্যাকান্ডে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।