বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পুস্পস্তবক অর্পণ বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পুস্পস্তবক অর্পণ - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পুস্পস্তবক অর্পণ

4:15 pm , August 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। ইউনিয়নের সংগ্রামী সভাপতি স্বপন খন্দকারের নেতৃত্বে শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণে অংশ নেন সংগঠনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুল ইসলাম, নেছার উদ্দিন টিপু, নাজমুল আলম প্রমূখ।
এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজিএ) নেতৃবৃন্দ। এসময় বিএফইউজিএ এর সভাপতি ওমর ফারুক, সাধারন সম্পাদক দীপ আজাদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল সাংবাদিক ইউনিয়ন সভাপতি স্বপন খন্দকার বিএফইউজিএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে বরিশালে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবাদিক ইউনিয়ন সর্বদা সচেষ্ট থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT