4:14 pm , August 5, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দিনটি পালনে শেখ কামালের প্রতিকৃর্তিতে পূস্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করা হয়েছে। নগরীর শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসির প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, মোহাম্মদ হোসেন চৌধুরী, মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. কাইউম খান কায়সার, মজিবুর রহমান। এর পরই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম খোকন, আনোয়ার হোসাইন, রফিকুল ইসলাম ঝন্টু, মিজানুর রহমান। পর্যায়েক্রমে জেলা ও মহানগর আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিকালে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।